মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও প্রকৌশল পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা খর্ব করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর ওয়াদুদ মন্ডল। সভাপতিত্ব করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার আলী এবং সঞ্চালনায় ছিলেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও পার্বতীপুর কয়লাখনির সহকারী প্রকৌশলী মোঃ সাজিউর রহমান সাজু।
স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও দিনাজপুর সওজের সহকারী প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ। আরও বক্তব্য রাখেন সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ দুররুল হুদা, আইডিইবি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সংগ্রাম পরিষদের জেলা সভাপতি মোঃ মিনারুল ইসলাম খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিসমূহ সংক্ষেপে:
১. কর্মক্ষেত্রে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা স্পষ্টকরণ এবং উপ-সহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ। ২.জনবল কাঠামোয় ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:০৫ নির্ধারণ। ৩.পদোন্নতি সুযোগ ৩৩% থেকে ৫০% এ উন্নীতকরণ।৪. অন্য ক্যাডারে প্রকৌশলীদের নিয়োগে নিষেধাজ্ঞা। ৫.কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন।
৬.শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানো।৭.ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তির সুযোগ।
সভায় আরও উপস্থিত ছিলেন মনজুর মোর্শেদ সুমন,ডিইএবি, সভাপতি, দিনাজপুর জেলা, কেন্দ্রের সহ সভাপতি, মোস্তফা কামাল মিলন, সাবেক যুগ্ন আহবায়ক জেলা বিএনপি, সাবেক জি.এস. দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আইডিইবি দিনাজপুর জেলা শাখা, ডিইএবি, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.