মোঃ আশিক পণ্ডিতঃ বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় পৌর ছাত্রদলের উদ্যোগে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১২টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ পুকুরে প্রায় ছয় হাজার মাছের পোনা (রুই, কাতলা, মৃগেল ও পুঁটি) অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জরুল এলাহী, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ।
পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ বছরের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় আমরা শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছি। আজকের এই পোনা অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ছাত্রদলের অঙ্গীকারের কথা জানাতে চাই।”
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.