মোঃ আশিক পণ্ডিতঃ
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা:
ভোলার বোরহানউদ্দিনে য দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় হেলিপ্যাড সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।
দ্বীপাঞ্চল শিল্পী গোষ্ঠীর পরিচালক মো. ফয়সালের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন মো. হুমায়ুন আহমেদ। এ সময় শিশু শিল্পীরাও সংগীত পরিবেশনায় অংশ নেয়।
সাংস্কৃতিক তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের এই আয়োজন। সংস্কৃতির মাধ্যমে সমাজকে পরিবর্তনের দায়িত্ব আমরা নিয়েছি। ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে নাট্য ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে অসংস্কৃতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মো. জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। এ ছাড়া সসাসের সাবেক পরিচালক কবি বোরহান মাহমুদ ভিডিও কলে যুক্ত হয়ে বলেন, বোরহানউদ্দিনের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে এক সংস্কৃতি বিপ্লবের উদ্দেশ্য নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
সঙ্গীতপ্রেমিক মো. মঈন বিন সাইফুল্লাহ তার বক্তব্যে জানান, সংস্কৃতি বিপ্লবের মাধ্যমেই ইসলামী জাগরণ সম্ভব। ছাত্র উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা শিল্পীগোষ্ঠীর পরিবেশিত ইসলামী সংগীত উপভোগ করেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.