নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
পাহাড়ি জনপথ ঈদগড়ে গভীর রাতে বাউকুল বাগানের শতাধিক গাছ কর্তন করা হয়। এতে বিপাকে পড়েন বাগান মালিক। ১৫ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়,ঈদগড় ইউনিয়নের ছগিরা কাটায় কৃষক রহিম উল্লাহর "আল্লাহর দান" নামের বাউ কুল বাগানে গতকাল গভীর রাতে কে বা কারা শতাধিক বাউকুল গাছ কর্তন করে পালিয়ে যায়। পরের দিন সকালে বাগানে মালিক এসে দেখেই হতভম্ব হয়ে পড়েন। একটি গাছে কমপক্ষে ২/৩ মন বাউকুল ধরে।
কৃষক রহিম উল্লাহ জেলার একজন শ্রেষ্ট কৃষক। জাতীয়ভাবে সে বহু পুরস্কার লাভ করেছেন। যে এলাকায় একসময় তামাকের চাষ হতো, রহিম উল্লাহ সেই এলাকায় বাউকুল বাগানসহ বহুবিধ ফলজ গাছের বাগান করে এলাকায় বিপ্লব ঘটা নোর পর দেশবিদেশে সুনাম ও পরিচিতি লাভ করেছে।
কৃষক রহিল উল্লাহের কাছে জানতে চাইলেই তিনি জানান, রাতের আধারে কারা গাছ কেটে ফেলেছে দেখিনি। প্রশাসনের নিকট জোর দাবী ঘটনায় তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে শাস্তিসহ ক্ষতি পুরনের ব্যবস্থা করা হউক।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.