সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার একটি অবহেলিত হাওর উপজেলা নাম খালিয়াজুরী, যেখানে বছরে ৭মাস জুড়ে থাকে পানি আর পানি।
হাওরের বিস্তীর্ণ জলরাশির বুকে হাজারো মানুষ, নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সবার চোখে একটাই আকাঙ্ক্ষা।
এক নজর দেখা, একবার হাত নাড়া, একবার প্রাণের টানে ডাক শোনা। সেই মানুষটি আর কেউ নন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ।
দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতন, দুর্দশা আর রাজনৈতিক অন্ধকারে হারিয়ে থাকার পর হাওরের সন্তান বাবর যখন খালিয়াজুরীর বুকে ফিরলেন
তখন আকাশে-বাতাসে বেজে উঠল জনতার উল্লাস। লিপসা বাজার ঘিরে হাজারো মানুষের ঢল নেমে এলো। যেদিকে চোখ যায় শুধু মানুষের ভিড়, মুখে মুখে একটাই উচ্চারণ “আমাদের বাবর ভাই এসেছেন!”
হাওরের বুক চিরে স্পিডবোটে দাঁড়িয়ে বাবর হাত নাড়লেন। জনতার ঢেউও ফিরতি স্রোতের মতো উচ্ছ্বাসে ভাসিয়ে দিলো তাকে। চোখে-মুখে অগাধ ভালোবাসা আর আবেগ যেন এই মুহূর্তের জন্যই প্রতীক্ষা ছিল বছরের পর বছর।
এই ঐতিহাসিক অভ্যর্থনার সফল সঙ্গী ছিলেন নেত্রকোনা, জেলার বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, একান্ত সহকারী মির্জা হায়দার, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি-আব্দুর রুউফ স্বাধীন , সাধারন সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান কেষ্টু , মোহনগঞ্জ উপজেলার নেতৃবৃন্দসহ খালিয়াজুরী উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বাবরের এই গণসংযোগে জনতার ভিড়, মানুষের ভালোবাসা আর হাওরের ঢেউ মিলেমিশে যেন একাকার ।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.