মোঃ শাহজালাল:তুরাগ-ঢাকা :
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ৫২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তুরাগের দলিপাড়া এ এম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উঠান বৈঠক হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের খান আবুল। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য কফিল উদ্দিন ও আব্দুল হাকিম, দক্ষিণখান থানা তাতী দলের আহ্বায়ক নয়নরাজ ও সদস্য সচিব ওমর সানি, উত্তরা পশ্চিম থানা তাতী দলের আহ্বায়ক কাবিদুল ইসলাম, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, ৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএনপি নেতা আলাল হোসেন, আজহার আলী আজা, এনামুল হক রানা, মাইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান সেগুন বলেন দলের সাথে থেকে যারা রাজনীতি করে তারাই দীর্ঘদিন টিকে থাকবে। কোনো ভাইয়ের নাম ভর করে বা ব্যক্তিগতভাবে রাজনীতি করে টিকে থাকা যায় না। দলের নামে পোস্টার-ফেস্টুন বানিয়ে জনপ্রিয় হওয়া যায় না।
প্রকৃত জনপ্রিয় হতে হলে দলের জন্য কাজ করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আলোচনা সভা শেষে এ এম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নিমগাছের চারা রোপণ করা হয়।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.