ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে সরকারি সরবরাহকৃত নতুন বই বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন পোকখালী নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি। স্থানীয়দের হাতে ধরা পড়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভারপ্রাপ্ত সুপার রুকন উদ্দীন প্রায় ১২শ কেজি নতুন বই মহেশখালীর এক স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেলে এলাকাবাসী তাদের ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
সোমবার দায়িত্বরত উপজেলা শিক্ষা অফিসারে দায়ের করা মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। আটককৃতরা হলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রুকন উদ্দীন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দীন, বই ক্রেতা ব্যবসায়ী মো. ইমরান, পরিবহনের গাড়ি চালক আজমত আলী।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষা অফিসারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়েছে।
মাদ্রাসায় কর্মরত এক শিক্ষকের মতে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বিষয়ক দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি পক্ষ প্রশাসনকে খবর দিয়ে তাদেরকে আটক করিয়েছে। তিনি সাড়ে আট হাজার টাকার বই বিক্রি করা হচ্ছিল বলে স্বীকার করেন। দাবি করেন সরকারি বইয়ের সাথে বিগত বিভিন্ন পরীক্ষার মূল্যায়নকৃত খাতা ও ছিল। যা একটি পিকাপে ভর্তি করা হচ্ছিল।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.