নিজস্ব প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে গাছা আইটি মোড় থেকে রেলিটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে রাঁধুনি রেস্তোরার সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, র্যালিতে মহানগর ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন নেতৃত্ব দেন। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রভাগে থেকেছে। আগামী দিনগুলোতেও গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মন্ডলসহ শরীফ সরকার, জামান সরকার, ফরিদ, দেলোয়ার, মোকলেছ, আলামিন ও আব্দুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
নেতারা আশা প্রকাশ করেন, স্বেচ্ছাসেবক দল আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.