মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বিরোল উপজেলার জীবন মহল পার্ক ও রিসাের্চ সেন্টারে খতি সাধনের উদ্দেশ্যে একটি কুচুকরি মহল উদ্দেশ্য উদ্দেশ্যমূলক অপচেষ্টার প্রতিবাদে গত সোমবার ১৮ই আগস্ট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় এলাকার সচেতন মহল এলাকাবাসীর এলাকাবাসী সুবানোধায়ি সহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন একটি কুচু ক্রিমহল উদ্দেশ্য পুরনো দিতো ভাবে সুতি ভাবে সুফি সাধ ডক্টর জীবন চৌধুরী ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছেন বলে প্রতিবাদ জানান তারা।
আরো বলেন ওই মহলটি ডক্টর জীবন চৌধুরীর ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে জীবন মহলের প্রায় ২ শতাধিক কর্মচারী জীবন মহলের রুটি রুজির উপর নির্ভরশীল সবাই বক্তব্য রাখেন মুজিবুর রহমান, কফিল উদ্দিন, শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবাদ সভায় হাজারো জনতা উপস্থিত ছিলেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.