খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষা ব্যবস্থায় যোগ হলো নতুন প্রযুক্তির ছোঁয়া। উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নান হাওলাদার, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদি, প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা চালুর মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি আরও স্বচ্ছ, নির্ভুল ও সময়োপযোগীভাবে সংরক্ষিত হবে। এ উদ্যোগ বিদ্যালয়ে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে যুক্ত করতে এ ধরনের পদক্ষেপ যুগান্তকারী ভূমিকা রাখবে।”
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.