মোঃ আনোয়ার হোসেন
কামরাঙ্গীরচরের মাদবর বাজার, বুড়িগঙ্গার তীরে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন স্থানীয় এক হোটেল মালিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখনই তিনি সেবার উদ্দেশ্যে মাত্র ১০ টাকায় খিচুড়ি বিক্রি করছেন।
স্থানীয়রা জানান, হোটেল মালিকের এই উদ্যোগ ক্ষুধার্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। “দাম বাড়লেও মানুষ খাবে, কিন্তু যারা কমে খেতে চায় তাদের জন্য তিনি এ কাজ করছেন,” বললেন একজন স্থানীয় ক্রেতা।
হোটেল মালিক জানালেন, “আমার লক্ষ্য মানুষের মুখে হাসি ফেলা। লাভের জন্য নয়, সেবার উদ্দেশ্যেই এটি করছি। বিশেষ করে শ্রমজীবী ও অসহায় মানুষ যাতে সহজে খাওয়ার ব্যবস্থা পায়, সেই চেষ্টাই মূল।”
এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয়রা অনুপ্রাণিত হয়েছেন এবং আশাপ্রকাশ করেছেন, অন্যরাও যদি এমন উদাহরণ গড়ে তুলেন, তবে সমাজে ভালো দিকের পরিবর্তন আরও দৃশ্যমান হবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.