জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুর জেলা, মৌচাক ইউনিয়নের দক্ষিণ তেলিচালা এলাকায় কালিয়াকৈর থানার অন্তর্গত শেখ রেহেনার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ভাঙচুরের পর দীর্ঘদিন স্থানটি ফাঁকা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও বর্তমানে তা রূপ নিয়েছে এক প্রকার “মিনি পার্কে”।
স্থানটিতে এখন শিশুদের সরব উপস্থিতি। স্থানীয় ছোট বাচ্চারা প্রতিদিন পুকুরে ঝাঁপিয়ে পড়ে গোসল করছে, কেউ সাঁতার কাটছে, আবার কেউ খেলাধুলা করছে। আশেপাশের এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় এ জায়গাটি শিশুদের কাছে আনন্দঘন সময় কাটানোর অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
নারী-পুরুষ থেকে শুরু করে নানা বয়সী মানুষ বিকেলবেলা এখানে এসে সময় কাটাচ্ছেন। কেউ হাঁটছেন, কেউ পুকুরপাড়ে বসে আড্ডা দিচ্ছেন, আবার অনেকে পরিবার নিয়ে বেড়াতে আসছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আগে জায়গাটা ভাঙা অবস্থায় ভীতিকর লাগত। এখন প্রতিদিন এখানে মানুষের ভিড়ে জমজমাট পরিবেশ তৈরি হয়।
কেবল বিনোদন নয়, জীবিকার সন্ধানেও অনেকে আসছেন এখানে। কেউ পুকুরে মাছ ধরছেন, আবার হকাররা এখানে নানারকম খাবার ও পণ্য বিক্রি করছেন। এতে ছোটখাটো ব্যবসার পরিবেশও সৃষ্টি হয়েছে।
একসময় যে স্থান ভাঙচুর ও অরাজকতার প্রতীক ছিল, আজ সেটি পরিণত হয়েছে জনসমাগমস্থলে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন এলাকার মানুষ।
সামাজিক বিশ্লেষকরা বলছেন, শহরে খোলা জায়গার অভাব থাকায় মানুষ যে কোনো ফাঁকা জায়গাকেই দ্রুত বিনোদনের স্থানে পরিণত করে ফেলে। শেখ রেহেনার ভাঙা বাড়ির স্থানটি বর্তমানে তারই একটি দৃষ্টান্ত।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.