আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১৮ আগষ্ট সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল।
অনুষ্ঠান উদ্বোধনের আগে একটি বনাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, "দেশি মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া মাছের টেকসই উন্নয়ন সম্ভব নয়।"
জাতীয় মৎস্য সপ্তাহকে ঘিরে রাজাপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.