জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুর মহানগরীর কুনিয়া এলাকার খালগুলো আজ দখল ও দূষণে পরিণত হয়েছে মৃত্যুকূপে। একসময় এই খালগুলো স্থানীয়দের কৃষি, মাছ ধরা ও বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম হলেও বর্তমানে সেগুলো ভরাট ও দখলের কারণে প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও বর্জ্য ফেলার কারণে আশপাশের এলাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার গাজীপুর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে খালের প্রাকৃতিক প্রবাহ হারিয়ে যাচ্ছে প্রতিদিনই।
গাজীপুর সিটি কর্পোরেশনকে নিরব ভূমিকায় অভিযুক্ত করে এলাকাবাসীর প্রশ্ন—“খাল রক্ষার দায়িত্ব কার?”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে খাল দখল উচ্ছেদ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, না হলে কুনিয়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে।
এসব বিষয় নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে তার অফিস কার্যালয়ে পাওয়া যায়নি, তাছাড়াও সিও সোহেল হাসান কে পাওয়া যায়নি,পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি সিও সোহেল হাসান।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.