ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওর কালিরছড়া এলাকায় যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহন নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পরপরেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরন করেন। তবে আহতদের সঠিক নাম টিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবী, ভোরে সড়কে যানবাহন কম থাকলেও বাসটি অতিরিক্ত গতিতে চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.