মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকার বাসিন্দা মৃত মনছুর আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ও মো: মোজাফ্ফর আলী মিলন তাদের পৈত্রিক সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে নিজ জিম্মায় ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন পালন করেছেন।
মানববন্ধন পালন শেষে জমি ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় প্রশাসক কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধন পালন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে তাদের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মোজাফ্ফর আলী মিলন স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর দেয়া আবেদনে অভিযোগে তিনি বলেন, আদালতের স্থিতাবস্থা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক তার জমি দখল করে জমিতে থাকা ফলমুল ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাচ্ছে।
অভিযোগে মোজাফ্ফর আলী মিলন উল্লেখ আরো বলেন, দিনাজপুর সদরের উত্তর গোসাইপুর মৌজার, জেএল নং: ৫৬-এর অন্তর্গত সিএস-১৯ ও এসএ-৫৮ খতিয়ানের মোট ৭.৬৮২০ একর জমির তিনি পৈত্রিকসূত্রে বৈধ ওয়ারিশ ও ভোগদখলকারী।
কিন্তু বিবাদী মো: সামিউল ইসলাম, মোঃ দবিরুল ইসলাম, মো: রুকুনুর ইসলাম, মো: রাহাতুল ইসলাম, মো: রেজাউল ইসলাম রেজা, মো: নুর নবী ইসলাম শুভসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই সম্পত্তি অন্যায়ভাবে দখলের চেষ্টা করছেন।
এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট গত ১৪/১২/২০২০ তারিখে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
মোজাফ্ফর আলী আরো জানান, আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা অতীতেও বহুবার এই সম্পত্তির ক্ষতিসাধন করেছেন। এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন যার (জিডি নং-১০২৩, তারিখ: ১৪/০৭/২০২৩)। ওই জিডির তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিবাদীদের বিরুদ্ধে প্রসিকিউশন রিপোর্ট দাখিল করা হয়।
মোজাফ্ফর আলীর অভিযোগ, সর্বশেষ গত ১০/০৬/২০২৫ তারিখে বিবাদীরা তাদের জমি থেকে আম ও লিচু চুরি করে নিয়ে যায়। এরপর গত ১৯/০৬/২০২৫ তারিখে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তারা পুরো সম্পত্তিটিই দখল করে নেয়। তিনি অভিযোগ করেন, তার গোডাউনে থাকা টাইলস ও অন্যান্য সামগ্রী প্রকাশ্যে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে তার ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বিবাদীদের মধ্যে রেজাউল ইসলাম রেজার ছেলে মো: রিসালাত ইসলাম সজীব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও রুকুনুর ইসলামের ছেলে মো: নুর নবী ইসলাম শুভ দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় তারা রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। এ কারণে তিনি স্থানীয় প্রশাসন থেকে কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন।
এ ব্যাপারে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট লিখিত অভিযোগও পাঠিয়েছেন।
কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার সহযোগিতা পাননি।
মানববন্ধন থেকে তিনি সংশ্লিষ্ট শাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, অভিযোগের অনুলিপি দিনাজপুর সেনাক্যাম্প, দিনাজপুর র্যাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন তিনি।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.