আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট ২০২৫ ইং) রাত ৯টা ১০ ঘটিকার দিকে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের মানপাশা বাজার সংলগ্ন শেরে-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আব্বাস মৃধা (২৪) কে আটক করা হয়। সে নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের মৃত মুজাহার আলী মৃধার ছেলে।
ডিবি সূত্র জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আব্বাস মৃধা তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পাশের পকেট থেকে নিজ হাতে ১০ পিস লালচে-গোলাপী ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। পরে তা জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.