মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে আজ ৫ই আগষ্ট রাত ১২:০১ মিনিটে ফুলবাড়ী বাস স্ট্যান্ড সাধারণ ছাত্র জনতার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বোলন করা হয়েছে ও তাদের আত্মার মাগফিরাত জন্য দোওয়া করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সাধারণ ছাত্র জনতার ঢল নেমে যায়। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন এবং আহত হয়েছিলেন তাদের অনেকে এখানে উপস্থিত ছিলেন। রাত ১২ বাজার আগেই সাধারণ ছাত্র ও জনতা উপস্থিত হোন।
তাদের কাছে যেন মনে হয় গভীর রাত নয় নব বাংলাদেশের ৩৬৫ দিনের পরে বিজয় উৎসব। তাদের মধ্যে দেশকে নতুন করে গঠন করার তাগিদ দেখতে পাওয়া যায়। আসলে যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তারা কখনও চিন্তা ভাবনা করেনি দেশটাকে তারা এভাবে বদলে দিতে পারবে এত অল্প সময়ে। এই জুলাই আন্দোলন নাহলে আমরা আরও কত সময় সৈরাচারের শাসনে দিন কাটাতাম এটি চিন্তার অতীত। আমাদের দেশের এই অল্প কয়েকজন ছাত্র-জনতা এত হতাশা ও হ্মোভে লিপ্ত ছিল তা জুলাই আন্দোলন না হলে আমরা বুঝতে পারতাম।
জুলাই আহতদের মধ্যে বাদশাহ আল কাওসার নেতৃত্বে আজকের বিজয় উৎসব শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ও যুবদলের যুগ্ন আহবায়ক ফরিজার রহমান তপু, রাইনুর সিদ্দিকী, মাহেক রহমান আংশু, রওনক ফারহান সহ অনেক ছাত্র-জনতা।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.