সৈয়দ সময়,নেত্রকোণা:
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণীয় করে রাখতে ও জুলাই আন্দোলনের স্পিরিট সমাজের সকলের নিকট পৌঁছে দিতে নেত্রকোনার জেলা প্রশাসন ব্যতিক্রমি উদ্যােগের আয়োজন করে।
২৪ এর জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিকে ছড়িয়ে দিতে সারাদেশে তরুণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আইডিয়া প্রতিযোগিতা।
এতে নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ও জেলা পরিষদের সহযোগিতায় টিম জুলাই নামে একটি তরুণ সংগঠনের ৩ টি সেরা আইডিয়াকে গ্রহণ করে এর বাস্তবায়ন করে।
এর মধ্যে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাবার এবং নগদ অর্থ বিতরণ, শহীদদের নামে বৃক্ষ রোপণ, এবং ১৭ জন শহীদের নামে ১৭ টি রাস্তার নামকরণ।
গত ২৮ জুলাই এ কার্যক্রম শুরু করে ৩৫ জুলাই(৪ আগস্ট) পর্যন্ত শেষ হয় এর কার্যক্রম।
জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মোঃ কামরুল হুদা জানান, স্থানীয় সরকার বিভাগের আয়োজনে টিম জুলাইয়ের তরুণ শিক্ষার্থীদের সেরা আইডিয়া হিসেবে আমরা ১৭ জন শহীদের নামে রাস্তার নামকরণ করেছি। বিএডিসির ফার্মে ১৭ টি বৃক্ষ রোপণ করেছি।আশা করি আগামী প্রজন্ম জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি ধারণ করে এদেশকে এগিয়ে নিয়ে যাবে।
এ ব্যাপারে নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর গ্রামের শহীদ মোঃ রমজানের “মা” মোছাঃ মনোয়ারা বেগম জানান, ১৯ জুলাই আমার ছেলে ঢাকার রামপুরায় শহীদ হয়। সরকার আমার ছেলের নামে রাস্তার নামকরণ করেছে।আমাকে আর্থিক সহযোগিতা করেছে।পাকা ঘর করে দিয়েছে। আমার মন এ ঘরে ঘুমিয়েও শান্তি পাবেনা। আমি চাই আমার নিরপরাধ ছেলেকে যারা হত্যা করেছে, এ সরকার যেন তাদের বিচার নিশ্চিত করে। তাহলেই আমার আত্মা শান্তি পাবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.