মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মারধর, হুমকি ও প্রতারণার অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার পাঠানডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ জাহিদ হাসান। অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্যালক মোঃ আতোয়ার রহমান চাকুরি নেয়ার সময় আর্থিক সংকটে পড়লে তিনি সরল বিশ্বাসে গরু বিক্রি করে ৩ লাখ টাকা ধার দেন। কিন্তু এরপর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। তার স্ত্রী মোছাঃ জমিলা বেগমসহ শ্বশুর-শ্বাশুরী এবং তার দুই শ্যালক জাহিদ হাসানের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ করেন জাহিদ হাসান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি মুন্নি বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। এই ঘটনার পর থেকে জাহিদ হাসানকে হুমকি-ধামকি, গালিগালাজ এবং প্রাণনাশের ভয়-ভীতি দেখিয়ে আসছেন।
অভিযোগে জাহিদ হাসান আর উল্লেখ করেন গত ২ আগস্ট ২০২৫ইং তারিখ দুপুর বেলা আমার বাড়িতে কয়েকজন মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আমাকে বিভিন্ন কথাবার্তা বলে এবং সাবধানে থেকো বলে হুমকি প্রদান করেন।
জাহিদ হাসানের অভিযোগে আরও উল্লেখ করেন, যে আমার শ্যালক আতোয়ার রহমান একজন সেনাবাহিনীর সদস্য তিনি তার ফোনে তাকে আমাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি ও গালিগালাজ এবং গুলি করে হত্যার করবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.