মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধঃ
হিলি স্থলবন্দরের শুণ্যরেখায়(জিরোপয়েন্ট) বাংলাদেশের হিলি ও ভারতের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই বুধবার দুপুরে উভয় দেশের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ও ভারতের আমদানি -রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ও ব্যাবসা সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে আলোচনা করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
এসময় তাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উক্ত বৈঠকে, ভারতের হিলি অঞ্চলের ব্যাবসায়ী প্রতিনিধি আলাউদ্দিন ও রাজেশ আগারওয়ালের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল, হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এএসএম আকরাম সম্রাট, বাংলাদেশের হিলি কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এসোসিয়েশন এর সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহিন মন্ডল সহ হিলি আমদানি -রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক,যুগ্ম সম্পাদক এএসএম রেজা বিপুল সহ , ব্যাবসায়ী মোস্তাফিজুর রহমান ও অন্যান্য ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.