মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: নং ২৯৩৬)-এর নির্বাচন আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই ২০২৫ মঙ্গলবার নির্বাচন কমিশনার এডভোকেট মো. ওমর ফারুক স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ জুলাই খশড়া ভোটার তালিকা প্রকাশ ২৯ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র সরবরাহ ৩০-৩১ জুলাই। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ৩ আগস্ট সকাল ১১টায়, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৪ আগস্ট বিকাল ৩ টায়, প্রতিক বরাদ্দ ৫ আগস্ট সকাল ১১টা নির্বাচনের তারিখ ৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.