সৈয়দ সময় , নেত্রকোনা :
৩০জুলাই'২৫ বুধবার জেলা প্রশাসন, নেত্রকোণা ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা এর যৌথ উদ্যোগে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আসমা বাজার ও গোপালপুর বাজারে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ টি মামলা দায়ের করা হয়।
উক্ত মোবাইল কোর্টে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী মেসার্স মাইনুদ্দিন ফকির স্টোর, আদিত্য স্টোর, আজিদ স্টোর, মেসার্স মা-বাবা স্টোর ও ভাই-বোন স্টোর নামক ৫টি দোকান থেকে আনুমানিক ৬ কেজি ৭০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ৫,৫০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন জনাব মোঃ খবিরুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার, ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বারহাট্টা, নেত্রকোণা এবং জনাব শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বারহাট্টা, নেত্রকোণা।
মোবাইল কোর্টে প্রসিকিউশান প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুল্লাহ আল মতিন। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন বারহাট্টা থানা পুলিশের একদল চৌকশ সদস্যবৃন্দ। এছাড়াও বারহাট্টা উপজেলা, ভূমি অফিস ও পরিবেশ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মোবাইল কোর্টে বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
বিক্রেতাগণ যেন ক্রেতাগণকে পলিথিন/ পলিপ্রপাইলিন এর ব্যাগে বাজার সরবরাহ না করে, একই সাথে ক্রেতাগণ যেন বাজার থেকে পলিথিন/পলিপ্রপালিন এর ব্যাগে বাজার না নেয় সে বিষয়ে দুইটি বাজারে ব্যানার টানানো হয় এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে টানা প্রচারণা যেমন মাইকিং, প্রচারপত্র বিলি, লিফলেট বিতরণ, সড়ক প্রচারণার ফলে জনগণের মধ্যে সচেতনতা কাজ করেছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট, সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কঠোর মতবাদ ব্যক্ত করেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.