মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
দেশের বিভিন্ন বিভাগের ন্যায় গাইবান্ধা জেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন - গোবিন্দগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জামান সুন্দরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান এবং সাঘাটা উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রংপুর ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়,রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.