স্টাফ রিপোর্টারঃ
ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানাধীন এলাকা থেকে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে ১০লক্ষ টাকা চাঁদা দবি করে মোবাইলে প্রাণ নাশের হুমকি প্রদান করে নড়াইল জেলার সদর থানার ২ নং হবখালী ইউনিয়ন ছাত্রলীগ এর সিনিয়র সহ-সভাপতি তামিম হাসান,পিতা মৃত্যু তবিবুর রহমান, মাতা: পাপিয়া পারভীন সাং হবখালী ভান্ডারীপাড়া (পাজার খালী বাজার সংলগ্ন) থানা জেলা নড়াইল সদর।
এ বিষয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে উত্তরা পূর্ব থানায় তামিম হাসান কে আসামী করে একটি সাধারণ ডায়েরি করেন ঐ ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ২৪ শে জুলাই রাত ১২:৩৬ মিনিটের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে ব্যবসায়ীর নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। উল্লেখ্য যে তামিম হাসানের স্ত্রী পপি সুলতানা ঐ ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে ১৩,৯০,০০০/- ( তের লক্ষ নব্বই হাজার টাকা হাতিয়ে নেয় ।
তার বিরুদ্ধে ঢাকা সি এম কোর্টে একটি প্রতারণা মামলা বিচারাধীন রয়েছে। উক্ত মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণে মেরে ফেলবে মর্মে হুমকি দিয়ে আসছে। ঘটনা সুত্রে জানা যায়,আসামী তাঁর পূর্ব পরিচিত।এই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। ডায়েরী নং ১৫৫৭ তারিখ ২৫/০৭/২০২৫ ইং।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.