মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় সেনা সদস্য'র পরিচয়ে বিয়ে করতে গেলে পাত্র ও ঘটককে আটক করে ক্ষেতালাল থানায় সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর গ্রামের মৃত মোন্তাজুর রহমানের ছেলে যুবলীগ নেতা সদরুল ইসলাম ওরফে (পোড়া)মিয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষের লোকজনের কথা বার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন বর,সদরুল ও ঘটক একই এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুর রহিমকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ইতিপূর্বে সদরুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলাম দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সরকারী কর্মকর্তা সেজে বিয়ে করে অনেক মেয়ের জীবন নষ্ট করে পরিবারের কাছ থেকে উপহার হিসাবে দামী মোটরসাইকেল,কার কেনার অর্থ নিয়ে চম্পট দেয়। এবং মোবাইলের সীম ফেলে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়ার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আটক হয়ে জেল হাজত খাটলেও প্রতারনা মামলায় সহজে বেরিয়ে এসে ফের এসব প্রতারনায় জড়িয়ে পড়ে। আটক যুবলীগ নেতা সদরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ এস,এম কামাল হোসেন, এই দুই প্রতারকের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.