ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁওবাসীও গভীরভাবে শোকাহত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে সংগঠনের সভাপতি পল্লী চিকিৎসক রেহেনা আকতার কাজল ও সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান,“আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, নিহতদের পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
এদিকে পুরো ঈদগাঁও জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ শোকাভিভূত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন এই বিপর্যয়ের সাথে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.