মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সাঘাটায় প্রতারক চক্রের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
তারা হলো আশরাফুল ইসলাম(৪০), শ্রী সুব্রত সরকার (১৬), মিঠু চন্দ্র (৪০) নামের তিন ব্যক্তিকে প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক করেছে সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাবাহিনী।
তারা গ্রামের বিভিন্ন গরিব মানুষকে আটা বা চাল দেওয়ার নাম করে তাদের জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি কার্ড নিতো। ইন্টারনেটে আইডি খুলতো।
আইডি কার্ড নিয়ে তাদের নামে কোনো সিম তুলে হ্যাকারদের কাছে দিতো বলে অভিযোগ উঠে। এমন অভিযোগের প্রেক্ষিতেই সাঘাটা সেনাক্যাম্পের সেনাবাহিনী তাদেরকে আটক করে।
পরবর্তীতে তাদেরকে সাঘাটা থানার পুলিশের কাছে দেওয়া হয়।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.