নিজস্ব প্রতিনিধি :-
চকরিয়ায় সাংবাদিক আব্দুল মজিদকে ফেসবুক লাইভে হত্যার হুমকি : বিএমএসএফ’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের কারণে দৈনিক মানবকন্ঠের সাংবাদিক আব্দুল মজিদ প্রকাশ্য প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। গত ১৯ জুলাই ২ বিকেল ৫টায় “Noman Rana” নামক ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভে এসে তাকে কুপিয়ে পা কেটে ফেলার এবং হত্যা করার হুমকি প্রদান করা হয়।
সাংবাদিক আব্দুল মজিদ চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে জানান, উপকূলীয় এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও চিংড়ি ঘেরে দস্যুতা নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে হুমকি দেয়া হয়েছে যেন এসব বিষয়ে ভবিষ্যতে কোনো সংবাদ বা তথ্য প্রকাশ না করেন।
এ ধরনের হুমকি সাংবাদিকতার স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর একটি সরাসরি আঘাত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছে, যেন দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।
বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের পেশাগত কাজের পথে এমন হুমকি ও সন্ত্রাস কখনোই মেনে নেওয়া যায় না। এই ঘটনা প্রমাণ করে সাংবাদিকরা এখন কতটা ঝুঁকির মধ্যে রয়েছেন। তিনি আরও জানান, বিচার না পেলে প্রয়োজনে বিএমএসএফ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি চকরিয়ার সাংবাদিক আব্দুল মজিদের পাশে রয়েছে এবং দেশব্যাপী সকল নেতৃবৃন্দ তার পাশে থাকবেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.