সেলিম আহম্মেদ, যশোরঃ
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস, স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন। এছাড়া বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক ও উপ-সচিব শামীম হোসেন রেজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে তিনি বেনাপোল কাস্টমস হাউসের কনফারেন্স হলে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে কাস্টমস কার্যক্রমের গতিশীলতা, রাজস্ব আদায়ে দক্ষতা বৃদ্ধি, সীমান্তবর্তী বানিজ্য প্রসারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।
এর আগে, চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছালে কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.