ঈদগাঁও ( কক্সবাজার) প্রতিনিধি
ঈদগাঁও উপজেলাধীন পোকখালী ইউনিয়নের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগে এরা জায়গা দখল করেছে। দেখার যেন কেউ নেই।
অভিযোগ উঠেছে যে, পোকখালীর নাইক্যংদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় মাদকসেবী, জুয়াড়িরা সন্ধ্যায় স্কুলের বারান্দা,ছাদ,পরিত্যক্ত রুম ও স্কুলের মাঠে মাদক সেবন ও জুয়া খেলার আসর বসাচ্ছে।
খোদ এমনি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হেলালী। তিনি লিখেছেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন,ছাত্রছাত্রী বৃদ্ধি, অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নতির জন্য চেষ্টা করছি। বিদ্যালয়টি এলাকার সম্পদ। দুঃখের বিষয় রাত হলেই বিদ্যালয়টি বখাটেদের জুয়া,নেশার আড্ডা খানায় পরিনত হয়। প্রতিদিন সকালে যখন বিদ্যালয়ে আসি, দেখতে পায় বিদ্যালয়ের ছাদ, ওয়াশব্লক এর তালা ভাংগা, স্কুলের বারান্দায় ও ছাদে ময়লা আবর্জনা, পায়খানা, প্রসাব ও নেশা জাতীয় বিভিন্ন বস্তুর। তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।
পোকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ বলেন,আমার ইউনিয়নের কোন শিক্ষক বা পরিচালনা পরিষদ এ সমস্যার কথা আমাকে অবহিত করেননি। তবে কেউ অভিযোগ দিলেই প্রশাসনের সহযোগিতা নিয়ে দ্রুত সমাধান করা হবে।
রাতে বা সন্ধ্যায় স্কুল আঙ্গিনায় ভেতরে মাদক ও জুয়ার আসর বন্ধ করতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.