মোঃ জাহিদ হোসেন দিনাজপুর
দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার #জনাবমোঃমারুফাত_হুসাইন মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ডিবি) জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯/০৭/২০২৫ খ্রি. দিনাজপুর কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ফকিরপাড়া এলাকা হতে এসআই পরিচয় দানকারী ভুয়া ডিবি পুলিশ আসামী ১। মোঃ আতাউর রহমান (২৮), পিতা- মোঃ বুলু মিয়া, সাং- শিদলি, থানা- রানীসংকৈল, জেলা- ঠাকুরগাঁও কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে জব্দকৃত আলামত-
১। ০২টি এন্ড্রোয়েড মোবাইল সেট,
২। ০১টি মটোরলা ব্রান্ডের ওয়াকিটকি,
৩। ০১টি ডিবি জ্যাকেট,
৪। পুলিশের এসআই পরিচয়ে বানানো ৪৭০ (চারশত সত্তর) টি ভিজিটিং কার্ড,
৫। ০৬ টি সিল (যাহার মধ্যে রাষ্ট্রপতির অফিস নামীয় সিল ০১টি, দুইজন এসআই নামীয় সিল ০২টি, সিনিয়র এডভোকোট নামীয় সিল ০৩টি)।
উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতাররকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.