এম আবু হেনা সাগর, ঈদগাঁও
শিক্ষার্থীদের লেখাপড়া মানোন্নয়ন বিষয়ে স্বনাম ধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আন নূর একাডেমির উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় একাডেমি (বিশেষায়িত মাদ্রাসা) এর কার্যালয়ে সমাবেশটি শুরু হয়। একাডেমির পরিচালক,শিক্ষক,অভিভাবকাসহ শিক্ষার্থীরায় উপস্থিত ছিলেন।
একাডেমির পরিচালক এস.ইউ.এম.জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন,
একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো: গিয়াস উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, একাডেমি কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াতে মাধ্যমে সূচনা বক্তব্য শেষে উপস্থিত অভিভাবক গণের প্রত্যাশার আলোকে প্রস্তাব এবং মতামত গ্রহণ করা হয়।
একই সাথে একাডেমির পক্ষে আলোচকবৃন্দ কয়েকটি বিষয়ে অভিভাবকগনের সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট সময় পড়ার টেবিলে রাখা, লেখাপড়া সংক্রান্ত কোনো সমস্যা থাকলে একাডেমি কর্তৃপক্ষকে অবগত করানো, শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে পাঠানো, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী শিক্ষার্থীকে দ্রুততম সময়ে সংগ্রহ করে দেয়া, শিক্ষার্থীর ডায়েরি নিয় মিত চেক করা, অনুপস্থিতিসহ শিক্ষার্থীর নানা সীমাবদ্ধতার সমাধানে কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা,একাডেমির শিক্ষা ও পরিবেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখা।
অনুষ্ঠান শেষে সম্প্রতি শেষ হওয়া ২য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এর ফলাফলে ভালো ফলাফল অর্জন করা ১ম, ২য়, ৩য় স্থানধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। পুরস্কার পেয়ে শিক্ষার্থী রা অত্যন্ত আনন্দিত ও উৎসবমুখর হয়ে উঠে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.