জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে গাজীপুরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান।
দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবেদ হোসেন বুলবুল-এর সভাপতিত্বে এবং মুছা খান রানার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—
প্রিন্সিপাল হুমায়ুন কবির,
জাহিদুর রহমান বকুল,
অধ্যাপক আসাদুজ্জামান আকাশ,
কোনাবাড়ি প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ,
এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সিদ্দিক,
গাজীপুর জেলা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু,
সিনিয়র সাংবাদিক মনজুরুল হক,
গাজী মোখলেসুর রহমান জয়,
হুমায়ুন কবির,
গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,
মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,
মাজহারুল ইসলাম রবিন (যুগান্তর প্রতিনিধি, মহানগর উত্তর ও সভাপতি, ভাওয়াল প্রেসক্লাব),
আলমগীর কবির,
বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার কাজী শাকিল এবং
কোনাবাড়ি থানার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল।
বক্তারা গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করে প্রশাসক নিয়োগের দাবি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.