রেট বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার সমিতির মানববন্ধন

জুলফিকার আলী জুয়েলঃ

রেট বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার সমিতির মানববন্ধন ৮০% রেট বৃদ্ধির দাবি, পুরাতন সিডিউল বাতিলের আহ্বান — হুঁশিয়ারি আরও কঠোর কর্মসূচির

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদারদের পুরাতন রেট সিডিউল বাতিল করে বাস্তবতা বিবেচনায় ৮০ শতাংশ রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় গাজীপুর জেলার বাসন থানাধীন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির বিভিন্ন জোনের নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা।


মানববন্ধনে বক্তারা বলেন, “২০১৭ সালে নির্ধারিত ১৭% হারে রেট অনুযায়ী আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। কিন্তু সময়ের পরিবর্তনে খরচ বহুগুণ বেড়ে গেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি, পরিবহন ও নির্মাণসামগ্রীর ব্যয় বেড়ে যাওয়ায় আমরা বর্তমান রেটে কাজ করতে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছি।”

তারা আরও বলেন, “আমরা বহুবার কর্তৃপক্ষকে রেট বৃদ্ধির দাবি জানালেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের স্পষ্ট দাবি—পুরাতন রেট সিডিউল বাতিল করে বাস্তবসম্মতভাবে ৮০ শতাংশ রেট বৃদ্ধি করে নতুন সিডিউল অবিলম্বে প্রকাশ করতে হবে।”


নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। শ্রমের ন্যায্য মূল্য আদায়ে আমরা রাজপথেই থাকবো।”


উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ জামিল হোসেন, ঢাকা উত্তর জোনের সভাপতি মোঃ সোহেল রানা, সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক সরকার, গাজীপুর জেলার বিভিন্ন জোনের নেতৃবৃন্দসহ সমিতির অসংখ্য সাধারণ সদস্য।

Leave a Reply