সৈয়দ সময়
তুমি
বিশ্বাসের কথা বলছো !
আমি
তো দান বাক্সেও
তালা ঝুলতে দেখি ।
আমি
জলের মতোন তুলতুলে
নরম হয়ে আসা মানুষ
তুমি
বাস্তবতায় পুড়ে কঠিন আছো আর ।
আমি এক এবঙ অনেক
তুমি
গহীনে লুকিয়ে পথ ভুলে যাও
বদলে যাও
বহু আকারে বদলায় মানুষ !
মানুষ মুক্ত অথবা মুক্তি প্রার্থী (কবিতা)
সৈয়দ সময়
চিড়িয়াখানাই একমাত্র কারাগার
যেখানকার বন্দীরা অপরাধী নয় ,
খাঁচা এক ধরনের কারাগার
সত্যি বলতে কি
বন্দী পাখি টা অপরাধী নয় ,
দেহ প্রধান কারাগার অতিথি রুহ্
আত্মা অপরাধী নয় ,
কু-চরিত্র কু-ইচ্ছাই পাপ
মানুষই একমাত্র পয়দা করে বলে
মানুষ মুক্ত অথবা মুক্তি প্রার্থী ।