ঈদগাঁওতে পাহাড়ি দেশীয় মুরগির চাহিদা : চড়া দাম 

এম আবু হেনা সাগর
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

ঈদগড়-বাইশারীর পাহাড়ি দেশীয় মুরগি চাহিদা রয়েছে ঈদগাঁওতে। মুরগির চড়া দামে বিপাকে ক্রেতা সাধারণ। তবুও চাহিদা বেশি এলাকার লোকজনের।  


জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কিছু মুরগি ব্যবসায়ী পাহাড়ি জনপদ ঈদগড় ও বাইশারী বাজার কিংবা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ী ঘরে পালনকৃত দেশীয় মুরগী এসব ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে আসে ঈদগাঁওতে। প্রতি শনি ও মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনে বাজারে মিলছে এই দেশীয় মুরগী। পাড়া মহল্লা থেকে লোকজন এসব মুরগী বিক্রয় করার লক্ষে হাটে এনে থাকেন। তবে কেজি ৫শ থেকে সাড়ে ৫শত টাকায় বিক্রি করে থাকেন পাহাড়ি হাটবাজারে।
সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও বাসস্ট্যান্ডের জাগির পাড়া সড়কের মাথায় প্রায় সময় দেশীয় মুরগীতে ভরপুর থাকে। সেখানে ছোটবড় নানা আকারের হরেক রকমের মুরগী চোখে পড়ে।  
ঈদগাঁওর নাম প্রকাশে অনিচ্ছুক মুরগী ব্যবসায়ী জানান, সপ্তাহে প্রায় সময় পাহাড়ী এলাকার সু- স্বাদের দেশীয় মুরগী ক্রয় করে ঈদগাঁও স্টেশনে নিয়ে আসি। সেখানে থেকে কেউবা বাড়ীর জন্য, কেউবা অনুষ্ঠানাদি, কেউবা উপহার পাঠানোর জন্য নিয়ে যাচ্ছে। আবার অবিক্রিত মুরগীগুলো উখিয়ার বিভিন্ন ক্যাম্পে চড়াদামে বিক্রি করতে নিয়ে যান বলেও জানায়। 


অন্যদিকে ঈদগাঁও উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লায় দেশীয় মুরগী পালনের পরও চাহিদা থাকায় পাহাড়ি দেশীয় মুরগীর প্রতি ঝুঁকছেন এখানকার স্থানীয়রা। আবার বহু জন বয়লার মুরগীও পছন্দ করেন।

Leave a Reply