সৈয়দ সময় , নেত্রকোনা :
যারা ভাল কাজ করবে আমি তাদের সাথে থাকবো। আমরা সবে মিলে হাওড় অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। হাওর বাঁচাও আন্দোলনের শপথ ও অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্যে পরিপ্রেক্ষিতে
সুনামগঞ্জে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া
বলেন ,আমরা সবাই মিলে কৃষকের ফসল ঘরে তুলার ব্যবস্থা করতে চাই। এ সংক্রান্ত বিভিন্ন কমিটিতে বিভিন্ন উপজেলার হাওর বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দকে রাখা হবে।
শনিবার সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হলরুমে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক একে কুদরত পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথি পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের প্রেকৌশলী মো. মামুন হাওলাদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেন, বীরমুক্তিযোদ্ধা আসদ উল্লাহ সরকার, সংগঠনিক সম্পাদক মোনায়েম খান, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কার্যকরী সভাপতি ওলিউর রহমান চৌধুরী বকুল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আরতি তালুকদার কলি, প্রচার সম্পাদক শহীদ নূরআহমেদ, সদস্য, নির্মল ভট্টাচার্য্য, সঞ্চিতা চৌধুরী, মিসবাহ উদ্দিন, কাজী নুরুল আজিজ চৌধুরী, রাধিকা রঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সরদার খেজুর, নেত্রকোনা জেলা কমিটির উপদেষ্টা গোবিন্দ শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল খান মামুন, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, গাহিরপুর উপজেলা সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব, যুগ্ম আহ্বায়খ মোজাম্মুল হক নাসরুম, শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কৃষক আব্দুল হাইসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।