সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
Headline
Headline
দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ওপুরস্কার বিতরণ অনুষ্ঠান দিনাজপুরে বিরামপুরে স্বাস্থ্য কর্মকর্তা বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠির নলছিটিতে তারুন্যের উৎসব-২০২৫ উদ্বোধন রাজাপুরে নাসিম আকন কর্তৃক ঠিকাদারের ফেলে রাখা ব্রীজের কাজ সম্পন্ন করার উদ্যোগ বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ওপুরস্কার বিতরণ অনুষ্ঠান খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনপটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারকেঘর নির্মানে বাধাঁ দেওয়ার অভিযোগ ঈদগাঁওতে বিজয় মেলা বন্ধে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন উখিয়ায় বন বিভাগের অভিযান মাটিভর্তি ডাম্পার জব্দ ডালিয়া বাপাউবো’র অতন্দ্র প্রহরী হাসান আলী

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার্সঃ

অন্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর