বিল্লাল হুসাইন
যশোরের মনিরামপুরে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) আর্থিক ও কারিগরি সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” উপ-প্রকল্পের আওতায় ” আধা-নিবিড় পদ্ধতিতে নিরাপদ মাছ ও চিংড়ি চাষ বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণের জন্য প্রদর্শনী প্লট স্থাপন ” মাঠ দিবস অদ্য ২১ জানুয়ারী ২০২৪ ইং তারিখে আলিপুর কুলটিয়ায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার তহমিনা সিদ্দীকা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মনিরামপুর-যশোর । উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষণার্থী হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার আরএমটিপি প্রকল্পের ৮০ জন মৎস্য চাষী । এতে আধুনিক উপায়ে মৎস্য চাষ পদ্ধতি ও চাষীদের করনীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর হাসান উজ্জামান এবং সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর সৌমিত্র মন্ডল,নিউটন বিশ্বাস,নীলকন্ঠ মন্ডল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।