
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সামগ্রীক উন্নয়নের কান্ডারী সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক এর সুযোগ্য চার সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন
-দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড এন্ড রিসার্চ ইন্সটিটিউট , কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ ও সহযোগী প্রতিষ্ঠান, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস, খুরশীদ জাহান হক ইনস্টিটিউ অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর আয়োজনে ১৮ আগস্ট ২০২৫ সোমবার দুপুরে হাসপাতাল ভবনের টপ ফ্লোরে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী
দিনাজপুরের সামগ্রীক উন্নয়নের কান্ডারী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক এর অমর সৃষ্টি জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান সমূহ দীর্ঘ দেড়যুগ সরকারি উন্নয়ন সহযোগিতা ছাড়াই বৃহত্তর দিনাজপুর সহ উত্তরাঞ্চলের প্রায় ৮ টি জেলার জনমানুষের নিবিড় স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং অক্ষুন্ন রাখার সফল নেতৃত্ব দেয়ায় তার সুযোগ্য চার সন্তান শাহরিয়ার আখতার হক ডন, ডক্টর হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক ও তাসীন আক্তার হক ডেল কে জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুরুতেই প্রয়াত মন্ত্রীর সুযোগ্য ৪ সন্তানকে ফুলেরতোড়া দিয়ে বরণ করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ।
বক্তব্য রাখেন প্রয়াত মন্ত্রীর সংবর্ধিত চার সন্তান শাহরিয়ার আখতার হক ডন, ডক্টর হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক, তাসীন আক্তার হক ডেল
,জিয়া হাট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর,নির্বাহী সদস্য মোঃ খালেকুজ্জামান বাবু,মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এর সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ বদরুদ্দোজা, জিয়া হার্ট ফাউন্ডেশনের সদস্য মোঃ শাহিন খান, শাহ মমিনুল ইসলাম, মেহেরুল্লাহ বাদল, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন প্রমূখ।
শেষে জিয়া হার্ট ফাউন্ডেশন এর অঙ্গ সহযোগী সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়াত মন্ত্রীর সুযোগ্য ৪ সন্তানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।