এলাকার একজন প্রিয় মানুষ জাফর আলী সিকদারের মৃত্যু সংবাদ

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাবেক সহকারী কৃষি কর্মকর্তা ও রাজাপুরের তরুন সাংবাদিক নবীন মাহমুদের মামা জাফর আলী সিকদারের ইন্তেকাল!

রাজাপুর উপজেলার সাবেক সহকারী কৃষি কর্মকর্তা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য নবীন মাহমুদের মামা জাফর আলী সিকদার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি আজ রবিবার (২০ জুলাই)-২০২৫ ইং সকাল ১০ ঘটিকার সময় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ বিকেল ৫ ঘটিকায় তার নিজ গ্রাম রাজাপুর উপজেলার কেওতা এলাকায় অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Leave a Reply