…
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়ায়
মঈনুদ্দিন হাসান চিশতী আজমেরী (র:) ওরশ
পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৩ ডিসেম্বর সোমবার) সন্ধায় আদালত রোড় অস্থায়ী কার্য়লয়ে খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, পটিয়া উপজেলার সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম।
সাধারণ সম্পাদক আলহাজ্ব এম আবছারর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
সহ সভাপতি আবদুল জব্বার সওদাগর,সহ- সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ নবী, অর্থ সম্পাদক সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, আবদুল মতিন, উপদেষ্টা জানে আলম সওদাগর, আবুল বশর প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর রাত ৮ টায় দি কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় কমিটির সকল সদস্য ও খাজা মঈনুদ্দিন চিশতি (রা:) ভক্ত বৃন্দকে উপস্থিত থাকার আহবান জানান।