মোঃওয়াজ কুরনী
দিনাজপুর হিলি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বাংলার সূর্য সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বাঙালি জাতির ইতিহাসের অমর দিনটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করতে সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও সরকারি কর্মকর্তাগণ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড, প্রেসক্লাব, স্কাউটস, উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি।
পরে সকাল এগারোটায় পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলার সূর্য সন্তানদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এবং থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াটা হাকিমপুর সার্কেলের এএসপি আ.ন.ম নিয়ামতউল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা, তদন্ত ওসি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি ফরিদ খানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ এবং তাদের হাতে হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেওয়া হয়।