মুহাম্মাদ রমজান মাহমুদ, মানিকগঞ্জ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে দিনব্যাপী তা'লীমী মজলিস অনুষ্ঠিত হয়।
আজ (০৪ সেপ্টেম্বর'২৪, বুধবার) বলড়া, সুলতানপুর,হরিরামপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তা'লীমী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
এতে হাফেজ আব্দুল কাদেরের সঞ্চালনায়
মুফতী সালমান মাদানীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি, মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের বায়তুলমাল সম্পাদক, মাওলানা আব্দুস সুবুর রহমান।
তা'লীমি মজলিসে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি ও যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ বিভাগ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রমজান মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস হরিরামপুর উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ