রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মুন্সিগঞ্জ বাজার বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খান আব্দুর সবুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রুস্তম আলী, সাবেক সভাপতি শ্যামনগর সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নূরুল হুদা,যুগ্ম আহ্বায়ক ওহিদুজ্জামান, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের আহবাব সদস্য ও ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আদম আলী, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন,
বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদল,বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য এস,এম জাকারিয়া। বুড়িগোয়ালিনী ৬ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আইয়ুব আলী,৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাইজুল ইসলাম জুয়েল, মোহাম্মদ মাসুদুল হক সবুজ, শিক্ষক প্রতিনিধি সালাউদ্দিন আল গালিব জিকোসহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে অনেক জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, জেল জরিমানা সহ্য করেছে জাতীয়তাবাদী আদর্শের দল বিএনপি'র সৈনিকেরা। ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি বন্ধ।
বিগত ১৬ বছর জাতীয়তাবাদী দলকে কোনরকম জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতে বাধা দিয়েছে স্বৈরাচারী সরকারের দোসরা। আগামী ১৬ তারিখে উপজেলা বিএনপি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে মহান বিজয় দিবস পালন করবে। এজন্য প্রত্যেকটা ইউনিয়ন থেকে নেতাকর্মীদের বিজয় দিবস উদযাপনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বিগত সময়ের আওয়ামী লীগের কিছু দালাল মিডিয়া জাতীয়তাবাদী শক্তিকে ফাটল ধরানোর জন্য বিভিন্ন মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আপনারা দেশের সুনাগরিক আমরা চাই আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবেন।