সৈয়দ সময় ,নেত্রকোনা :
নারীর প্রতি সহিংসতা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধের দাবিতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে
মানব বন্ধন ও আলোচনানুষ্ঠান । আজ বিকেলে নেত্রকোনা জেলা শহরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ২৫ নভেম্বর ২০২৪ থেকে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস ২০২৫ পর্যন্ত ১৬ দিনের প্রচারাভিযান একটি আন্তর্জাতিক উদ্যোগ ।যার মধ্যে ০৯ ডিসেম্বর রোকেয়া দিবসও অন্তর্ভুক্ত।১৯৯১ সালে
উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটের
উদ্ভোধনের সময় কর্মীদের দ্বারা প্রচারটি
শুরু হয় , যা নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ নির্মূল করার আহ্বান জানাতে
বিশ্বজুড়ে ব্যাক্তি এবং সংস্থাগুলোর দ্ধারা একটি সাংগঠনিক কৌশল হিসেবে ব্যবহৃত হয় । নাগরিক সমাজের এই উদ্যোগের সমর্থনে অ্যান্টোনিও গুতেরেসের নেতৃত্বে
জাতিসংঘ মহাসচিবের ইউনাইটেড ক্যাম্পেইন
২০৩০ সালের মধ্যে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সচেতনতা বৃদ্ধি ও অ্যাডভোকেসি প্রচেষ্টা কে জোরদার করতে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন নারী সংগঠনগুলোর পাশাপাশি ব্যাক্তিগত ভাবে
কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ , বাংলাদেশ নারী প্রগতি সংঘ, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটি,
জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম, স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম, হিউম্যান রাইটস ডিফেন্ডার'স ,ইয়ুথ গ্রুপ , তামান্না মহিলা উন্নয়ন সমিতি , দুর্বার নেটওয়ার্ক নেত্রকোনা ও নারী পক্ষ, মহিলা অধিদপ্তর এই মানব বন্ধন ও আলোচনা কর্মসূচি আয়োজন করে।
সাংবাদিক আলপনা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থা ও নারী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন , নারী পুরুষ সমান অধিকার । নারী কে সম্মান ও মর্যাদা দিয়ে আমাদের পথগুলো চলতে হবে তবেই সমাজের উন্নয়ন ও শান্তি বিরাজ করবে । আমারা সকলে মিলে নারী নির্যাতন বৈষম্য দূর করবো । এই ব্যাপারে পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ।
শতাধিক নারী ও শিশু অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মৌলিক অধিকার ও নির্যাতন বৈষম্য বন্ধ একত্রে কাজ করার আহ্বান জানান। সহমর্মিতা প্রকাশ করে অনুষ্ঠানে অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক ছড়াকার শ্যামলেন্দু পাল , কবি ও সাংবাদিক সৈয়দ সময় সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।