সৈয়দ সময় ,নেত্রকোনা:
মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটি গ্রামের জজ মিয়ার রোপণ করা বোরোধান রাতে রোববার (২৯ ডিসেম্বর) রাতে মই দিয়ে কাঁদার সাথে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায় একই এলাকার প্রভাবশালী আব্দুর রশিদের ছেলে লিটন মিয়া,গোলাম মোস্তফার ছেলে প্রিন্স ও হেমন,রাজালীর ছেলে সুজাত মিয়াসহ কিছু লোক রাতে গোবিন্দশ্রী হাওরে জজ মিয়ার ১ দিন আগে রোপণ করা ১০ শতাংশ বোরোধানের জমিতে মই দিয়ে কাঁদা মাটির সাথে মিশিয়ে দেয়।এর প্রতিক্রিয়া কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত তাদের গোষ্ঠীর সকলকে নিয়ে আলাপ আলোচনাও করে। সূত্র জানায় দীর্ঘ ৪০ বছর যাবত জজ মিয়া এ জমি ব্যবহার করে আসছে। এখন হঠাৎ করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে বার বার বাড়িতে পুলিশি হয়রানি করে জমির দখল নিতে চায় তারা।তাদের জানমালের নিরাপত্তা এখন হুমকির মুখে থাকায় এ বিষয়ে জজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে সোমবার (৩০ডিসেম্বর) মদন থানায় একটি অভিযোগ দায়ের করে। মদন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাঈম মো:নাহিদ হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.