আলামগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ফেসবুক আইডি "ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন গ্রুপ" কর্তৃক আয়োজিত বিজয় ফটো উৎসব-২০২৪ এর তিন জন বিজয়ীর মধ্যে প্রথম বিজয়ী মোঃ আবির আহমেদ রানাকে ২৩ ডিসেম্বর রোজ সোমবার বিকেল ০৫ ঘটিকায় বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন গ্রুপের প্রধান পরিচালক জিয়া সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া বাদল, আলমগীর শরীফ, হাওলাদার বেল্লাল ও ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড থেকে আগত শতাধিক সদস্যরা। উক্ত অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ও সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রুপের অন্যতম সদস্য রুমানা হক রিতা (ডাক্তারবাড়ী), ওয়াসিম আহম্মেদ (ডাক্তারবাড়ী) ও জহিরুল ইসলাম সোহেল (বড়বাড়ী)। উল্লেখ থাকে যে, বাকি দু,জন ঢাকায় অবস্থান করার কারনে তাদেরকে ঢাকাতে পুরস্কার বিতরণ করা হবে।
পুরস্কার হিসেবে সকল বিজয়ীদেরকে-ই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হবে। এ-গ্রুপের প্রতিযোগিতা ও মানবিক কার্যক্রম সহ সামাজিক কর্মকাণ্ড চলমান থাকবে বলে জানান পরিচালক জিয়া সুমনসহ বক্তারা।