শাহাদাত কামাল শাকিল
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান এর বিরুদ্ধে দূর্নীতির মাধ্যমে অবৈধ ভাবে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, অভিযোগে জানা যায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি রেজিং নং এস ১৫৩৬(৯৬)/৯৩ ফেডারেশন অব গভঃ টির্চাস এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা শিক্ষক সমিতির সাধারন শিক্ষকদের জমাকৃত আমানত জালিয়াতি মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত কামরুল হাসান এর বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কামরুল হাসান বিগত (আওয়ামীলীগ) সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষকদের আমানতের টাকায় গঠিত বুড়িচং টির্চাস কমপ্লেক্স নামীয় মার্কেট এর উন্নয়নের নাম করে শিক্ষক কামরুল হাসান একাই প্রায় ৫০,০০০ ০০/ (পঞ্চাশ লক্ষ টাকা) হাতিয়ে নিয়েছেন।
তৎকালীন সমিতির সভাপতি আলী আকবর এর কাছে জাতে চাইলে তিনি বলেন দলীয় প্রভাব এর কারনে আমি কোন বলতে পারিনি, তারা তারা দলীয় প্রভাব খাটিয়ে জোর করে জেলা কমিটির কিছু শিক্ষক মিলে সমিতির টাকা ব্যাংক জমা না দিয়ে তারা নিজেরাই আত্মসাৎ করে থাকে, এবং তারা বিভিন্ন শিক্ষকদের সীল, প্যাড,ও ভুয়া কাগজ পত্র জমা দিয়ে কমিটির নাম ভাঙ্গিয়ে, জাল স্বাক্ষর করে টাকা আত্মসাৎ করে।তদন্ত সূত্রে জানা যায় উক্ত আত্মসাৎ এর অর্ধেক টাকাই আসে বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান পকেটে।
জানা যায় এই টাকা দিয়ে শিক্ষক কামরুল হাসান কুমিল্লা শহরে বিভিন্ন স্হানে নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়,আরো জানা যায় কুমিল্লা শহরের প্রান কেন্দ্র পুলিশ লাইনে ১কোটি টাকা দিয়ে একটি প্লাট এর মালিক হয়েছেন এছাড়াও সাধারন শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়,,এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে, এমনকি দূর্নীতি দমন কমিশনেও অভিযোগ আছে, কিন্তু তৎকালীন দলীয় প্রভাবে কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়া হয়নি,বিভিন্নভাবে সে পার পেয়ে যায়,বুড়িচং উপজেলায় এসিল্যান্ড, উপজেলা নির্বাহী অফিসার, এর নিকট বিভিন্ন অভিযোগ ও একটি আইনি নোটিশ ও রয়েছে তার বিরুদ্ধে। তাই সাধারণ শিক্ষকদের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে আত্মসাৎ কারী শিক্ষক কামরুল হাসান সঠিক বিচার করে সাধারণ শিক্ষকদে জমানো আমানত ফিরিয়ে দেওয়া হোক।
You must be logged in to post a comment.